<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের সম্প্রসারণ বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহবান জানিয়ে সিলেটে অনুষ্ঠিত হলো নৌ সমাবেশ। গতকাল নগরের কাজিরবাজার সেতুর দক্ষিণ অংশে সুরমা নদীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এশিয়া ডে অব অ্যাকশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপলক্ষে এ নৌ সমাবেশের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট, সুরমা রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। ধরা সিলেটের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, ফকরুজ্জামান ফখরুল, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, রেজাউল কিবরিয়া, রোমেনা বেগম রোজি, ডা. এনামুল হক, মোতাহের হোসেন সোহেল, নিগাত সাদিয়া প্রমুখ।</span></span></span></span></p>