<p>বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাস পার হয়েছে। এখন দেশের গণতান্ত্রিক উত্তরণে সরকারের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা দেওয়া দরকার। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের রোডম্যাপ দেশবাসীকে জানানো প্রয়োজন।</p> <p>গতকাল শুক্রবার বিকেলে পার্টির ঢাকা মহানগর সংগঠকদের কর্মশালায় সাইফুল হক এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।</p> <p>সাইফুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে কেড়ে নেওয়া ভোটের অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা। আশা করি, ঐকমত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের পাশাপাশি সরকার এই লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেবে।’</p> <p> </p> <p> </p> <p> </p>