<p>বৈশ্বিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে দেশকে এগিয়ে নিতে সারা দেশের জন্য ভূমি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে পেশাজীবীদের যথাযথ সংশ্লিষ্টতা নিশ্চিত করা জরুরি। এ ছাড়া প্রতিটি নগরের জন্য নির্ধারিত মহাপরিকল্পনার ব্যত্যয় ঘটিয়ে যথেচ্ছ ভূমি ব্যবহার প্রতিনিয়ত দেশের নগরগুলোকে হুমকির সম্মুখীন করছে। যথাযথ স্থানগুলোতে পর্যাপ্ত নগর পরিকল্পনাবিদদের সংশ্লিষ্টতার অভাবের কারণে মহাপরিকল্পনাগুলো বাস্তবায়ন ব্যাহত হয়। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য সারা দেশের জন্য একটি সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে পরিকল্পনাবিদের পদায়ন নিশ্চিত করতে নীতিনির্ধারকদের পদক্ষেপ প্রয়োজন।</p> <p>গতকাল শুক্রবার সকালে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণ জয়ন্তী ও বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় (র‌্যালি) বক্তারা এসব কথা বলেন। আনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান।</p> <p>পৃথিবীকে পরিকল্পিত ও মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এবং নগর পরিকল্পনার চিন্তা-চেতনা ও গুরুত্বকে সারা বিশ্বে পরিচিতকরণের উদ্দেশ্যে বিভিন্ন দেশের মতো এ বছরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৪ উদযাপনের উদ্যোগ নেয় বিআইপি। এবারের নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি’।</p> <p>গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিআইপির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম।</p> <p>বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় শোভাযাত্রার শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী ঘোষণা এবং পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত পথসভা হয়। বক্তব্যে বিআইপির সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্র সংস্কার এরই মধ্যে শুরু হয়ে গেছে। তিনি সারা দেশের স্থানিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘আজকের দিনে দাঁড়িয়ে দেশের প্রতিটি স্তরে, প্রতি ইঞ্চিতে সব মানুষের দোরগোড়ায় পরিকল্পনার সুফল পৌঁছানো আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত।’</p> <p>উদ্বোধনী অনুষ্ঠানে নিয়াজ আহমেদ খান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের এই যাত্রায় সারা দেশের সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নেই।</p> <p>বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান অপরিকল্পিত ও ধ্বংসাত্মক অবকাঠামো তৈরি, যেমন—পরিকল্পনা ছাড়াই হাওরের মাঝে রাস্তা, পাহাড় কেটে রেললাইন তৈরি করাকে তিনি সমন্বিত স্থানিক পরিকল্পনার অভাব বলে উল্লেখ করেন।</p> <p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় সভাপতি অধ্যাপক আনিসা নূরি কাকন বলেন, পরিকল্পনা ও উন্নয়নের পার্সপেক্টিভে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ঢাকা, চট্টগ্রাম, খুলনার পাশাপাশি গ্রামীণ এলাকারও পরিকল্পনা করতে হবে।</p> <p> </p> <p> </p> <p> </p>