<p>বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকায় বিএনপির শোভাযাত্রায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে প্রায় ২৫ হাজার নেতাকর্মী অংশ নেন। মান্নান ছাড়াও শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।</p> <p>দলীয় সূত্রে জানা গেছে, মান্নানের নির্দেশনায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট, পিরোজপুর, মোগরাপাড়া চৌরাস্তা, টিপুরদী ও কাঁচপুর পয়েন্টে সকাল ১০টা থেকে জড়ো হন। পরে তাঁরা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে ঢাকার মতিঝিলে একত্র হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রায় অংশ নেন।</p> <p>বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান ও তাঁর ছেলে জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বিগত ১৬ বছরে অর্ধশত মিথ্যা ও গায়েবি মামলার আসামি হয়ে মাসের পর মাস কারাভোগ করেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশের হাতে অত্যাচারের শিকারও হয়েছেন। তবু মান্নান দলের হাল ছাড়েননি। দলকে ঐক্যবদ্ধ করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মান্নানের জনপ্রিয়তা এখন তুঙ্গে।</p> <p>সূত্র জানায়, মান্নান বিএনপির স্থানীয় ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গায়েবি মামলার খরচসহ নেতাকর্মীদের পরিবারের পাশে থাকার প্রথম ফল পেয়েছেন ২০১৪ সালের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে। তিনি আওয়ামী লীগের দুজন হেভিওয়েট নেতাকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের বাইরে সাধারণ মানুষের আস্থা রয়েছে মান্নানের নেতৃত্বের প্রতি। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কেন্দ্র ঘোষিত সরকারের পদত্যাগের কর্মসূচি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে দেশে ফিরিয়ে আনাসহ বিভিন্ন আন্দোলনের অগ্রভাগে নেতৃত্বে দেন মান্নান ও তাঁর ছেলে সজীব।</p> <p> </p> <p> </p>