<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে শিশু ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিও রয়েছে। গত শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রেলওয়ে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ত্রিপুরার জিরানিয়া রেলস্টেশন থেকে শুক্রবার রাতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়, তাঁদের মধ্যে তিনজন তৃতীয় লিঙ্গের। মুম্বাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করছেন বলে খবর পাই। তাঁরা জিরানিয়া রেলস্টেশন থেকে একটি ট্রেনে চড়ার অপেক্ষায় ছিলেন। তবে এর আগেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি আরো জানান, শুরুর দিকে স্বীকার না করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁরা বাংলাদেশের কিশোরগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা। এ বিষয়ে তদন্ত চলছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে আরেক অভিযানে ত্রিপুরার উদয়পুর রেলস্টেশন থেকে শিশুসহ ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এক পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে উদয়পুর রেলস্টেশনের মূল অটোস্ট্যান্ডের আশপাশে সন্দেহজনক ঘোরাঘুরি করছিল সাত ব্যক্তি। আটক করা হলে নিজেদের বাংলাদেশি পরিচয় দেয় ছয়জন। অপর ব্যক্তি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা, তাঁর নাম মো. হাফিজুর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটক ছয় বাংলাদেশি হলো সুরাইয়া বেগম (২৩), রুবেল শেখ (২৩), রহিম শেখ (৭), তামিম শেখ (৬), মো. আব্দুল্লাহ (৯) ও রহমতুল্লাহ হাওলাদার (৭)। তাদের সবার বাড়ি খুলনা জেলায়। সূত্র : ত্রিপুরা ইনফো</span></span></p>