<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত খবর থেকে আমরা জানতে পারলাম, অন্তর্বর্তী সরকারের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব কাজ বৈধ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবং মেয়াদ অনির্দিষ্ট রেখে অধ্যাদেশ জারির প্রচেষ্টা চলানো হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং নিন্দনীয়। আমরা সরকারের কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার ধারণা পেতে চাই। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তাঁরা এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে বলা হয়েছে, কোনো বিষয়ে দায়মুক্তি দেওয়াকে আমরা সমর্থন করি না। দায়মুক্তির ঘটনা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতাই তৈরি করে। এ ধরনের কোনো কার্যক্রম নেওয়ার আগে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার এবং দায়মুক্তি আইন প্রণয়নের পথ থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানাই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে শিল্পকলা একাডেমিতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর কাছে নতি স্বীকার করে নাটক বন্ধ করে দেওয়া ও নাট্যজনদের প্রতিবাদসভায় হামলার তীব্র নিন্দা এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এসবের বিরুদ্ধে সচেতন দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, দেশের কোথাও কোথাও, এমনকি কোর্ট-কাচারিতে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সুযোগ বুঝে কাউকে কাউকে হেনস্তা করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। এসব ঘটনা চলমান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ব্যাহত করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে সারা দেশে শ্রমজীবীদের কাজের পরিবেশ নিশ্চিত, নির্যাতন বন্ধ এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া জনস্বার্থ রক্ষায় যেকোনো অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।</span></span></p>