<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তা করার প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে একাধিক সংগঠন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল, ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক বিবৃতিতে এই দাবি জানানো হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাদা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিদেশে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়; বরং এটি আমাদের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা এবং অন্তর্বর্তী সরকারের প্রতিও চরম অবমাননার শামিল। বাংলাদেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের সব ষড়যন্ত্র প্রতিহত করা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান রাখছি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএফডির বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাষ্ট্রীয় সফরকালে এই ন্যক্কারজনক হামলা হয়েছে। দুষ্কৃতকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিন্নমত দমাতে চাওয়া ব্যক্তিদের বিচারের আওতায় আনুন</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যারা দেশে ও বিদেশে ভিন্নমতের কণ্ঠকে দমাতে চায়, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ আহবান জানায়। তারা বলেছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল জেনেভায় আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। এই নিন্দনীয় ঘটনার মাধ্যমে আসিফ নজরুলের মতো একজন দেশপ্রেমিক ও সম্মানিত ব্যক্তিকে অপমান করা হয়েছে। এটি স্বাধীন মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলেছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।</span></span></span></span></span></p>