<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। খুব শিগগির এসংক্রান্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে এই কাজ খুব গোপনীয়ভাবে করা হচ্ছে। গতকাল রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দয়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্রটি জানায়, মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ ও বিভিন্ন তদবির-সুপারিশে এত দিন যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন, তাঁদের শনাক্ত করে সনদ বাতিল করতেই এই কমিটি গঠন করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, এই পূর্ণাঙ্গ কমিটি হতে পারে সাত সদস্যের। কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টার অনুমোদনের পর কাজ শুরু হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বা আবেদন ছাড়াই এই কমিটি ভুয়া ও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয়ে আবার যাচাই-বাছাই করবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে। মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে যেসব সুযোগ-সুবিধা নিতেন তা থেকেও বঞ্চিত হবেন তাঁরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিকভাবে এসব অভিযোগ জমা রাখা হচ্ছে। পরে মন্ত্রণালয় এসব বিষয়ে সিদ্ধান্ত জানাবে।</span></span></span></span></span></p>