<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ-মায়ানমার সীমান্ত অতিক্রম করে বান্দরবানের আলীকদম এলাকায় ঢুকে পড়া ৮৪ রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এই তথ্য জানানো হয়। স্থানীয় সূত্র জানায়, মায়ানমারের অভ্যন্তরে অশান্ত পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা নাগরিক আলীকদমের কুরুকপাতাসহ অন্যান্য পাহাড়ি পথ ধরে বাংলাদেশে অনুপ্রবেশ করছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন খবরের ভিত্তিতে আলীকদম উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ গতকাল সোমবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন বয়সের ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। এদের মধ্যে ৩১টি শিশু রয়েছে। আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপজেলা মিলনায়তনে রাখা হয়। এদিকে আলীকদমে দায়িত্বরত বিজিবি ৫৭ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আকিব জাবেদ সাংবাদিকদের জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাকের জন্য ৫৭ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতেই তাদের মায়ানমারে পুশব্যাক করা হতে পারে বলে জানান লে. কর্নেল আকিব জাবেদ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯ রোহিঙ্গাকে পুশব্যাক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কক্সবাজারের কাছের পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু পশ্চিমকুল এলাকা থেকে অনুপ্রবেশকারী ১৯ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করেছে বিজিবি। </span></span></span></span></p>