<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আহবান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সিপিজের ওয়েবসাইটে গতকাল সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ড. ইউনূসকে লেখা চিঠিতে সাংবাদিকদের হয়রানি না করাসহ বিভিন্ন পরামর্শও তুলে ধরা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে চিঠিটি লিখেছেন সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ। চিঠিতে তিনি বাংলাদেশের সংবাদপত্রের ক্ষেত্রে মৌলিক অধিকার সমুন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান। তিনি লিখেছেন, আন্তর্জাতিক চুক্তিতে মানবাধিকারের যেসব বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সেসব বিষয়ে অন্তর্বর্তী সরকার যেন পদক্ষেপ নেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকদের কাজের প্রতিশোধ নিতে তাঁদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে সিপিজের চিঠিতে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামীপন্থী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যে সাংবাদিকদের আটক করা হয়েছে, তাঁদের বিচারের ক্ষেত্রে মৌলিক মানবাধিকার নিশ্চিত করারও আহবান জানানো হয়েছে।</span></span></span></span></p>