<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক হাজার ১৯৪ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছে। এ ছাড়া বরিশালে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে মৃত্যু হলো ৩৬০ জনের। মৃত্যুর এ সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৪২৭ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৬০, চট্টগ্রাম বিভাগে ১৪৫, খুলনা বিভাগে ১৪০, বরিশাল বিভাগে ৯০, রাজশাহী বিভাগে ৬৮, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ১৬ ও সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৭৩ হাজার ৫৮৭ জন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সে আক্রান্ত ৩১ হাজার ২৮২ জন, যা মোট আক্রান্তের ৪২.৫১ শতাংশ। এই বয়সে মারা গেছে ৮৪ জন, যা মোট মৃত্যুর ২৩ শতাংশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছর ভর্তি রোগীদের ৪৩ হাজার ৩৭১ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ২১৬ জন। ডেঙ্গু আক্রান্তের এ সংখ্যা দেশে তৃতীয় সর্বোচ্চ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৮ হাজার ৮৩২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৩৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ৪৫৬ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৯৩৯ জন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বছরওয়ারী হিসাবে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি হয় ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয় ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। এদের মধ্যে ১৭৯ জনের মৃত্যু হয়।</span></span></span></span></p>