<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় নাগরিক সমাজসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী ও ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী কয়েক দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময়সভা করবে। প্রথম দিন ১৬টি সংগঠনের ৩১ জন প্রতিনিধি অংশ নেন। সভায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিস-এবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।</span></span></span></span></p>