<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশে  আবারও বড় রদবদল হয়েছে। এবার একযোগে পুলিশের উপমহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ৬৪ জনকে বদলি ও প্রত্যাহার করা হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, এর একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, আটজন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আরেক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ১৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশে রদবদল চলছে। এরই মধ্যে ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের পাশাপাশি থানা পর্যায়েও পুলিশের বেশির ভাগ সদস্য রদবদল করা হয়েছে। এর বাইরে অনেক পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।</span></span></span></span></p>