<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঁশখালীর সরল ইউনিয়নের সরল গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে মো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. ওসমান (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। সোমবার রাত ১১টায় ওসমানের নিজ বাড়িতে পাড়া-প্রতিবেশীদের কয়েক দফা গণপিটুনিতে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রেদুয়ান হক মানিক ও মাহমুদুল হক নামের দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, সাত-আট দিন আগে ওসমানের চাচা শহীদুল আলমের বাড়ি থেকে স্বর্ণালংকার ও ৪১ হাজার টাকা চুরি হয়। ওই চুরির ঘটনার পর থেকে ওসমান আত্মগোপনে চলে যায়। গত সোমবার বিকেলে ওসমান বাড়ি ফিরলে চাচা, চাচাতো ভাইসহ আরো অনেকে ওসমানকে চুরির ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গণপিটুনি খেয়ে স্বর্ণলংকার চুরির কথা স্বীকার করে সেগুলো ফেরত দেয়। কিন্তু ৪১ হাজার টাকা চুরির ঘটনা অস্বীকার করে। ওই ৪১ হাজার টাকা উদ্ধারের জন্য সংক্ষুব্ধ ব্যক্তিরা ওসমানকে উপর্যুপরি পিটুনি দেয়। গণপিটুনি খেয়ে ওসমান এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। পরে রাতেই বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওসমানের মা রাবেয়া খাতুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ছেলে যদি চুরি করে থাকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, দেশে আইন আছে। এভাবে গণপিটুনিতে খুন করা ব্যক্তিদের শাস্তি চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাঁশখালী থানার ওসি মো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. সাইফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>