<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জনের অঙ্গীকার করেছে তিন শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-পেশার মানুষ। পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপকূল দিবসের দাবিতে গ্রামীণ নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠক হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="শিক্ষার্থী" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />শেরপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (বগুড়া) : বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জনের অঙ্গীকার করেছে তিন শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। গতকাল মঙ্গলবার শহরের উলিপুর আমেরিয়া সমতুল্লাহ মহিলা সিনিয়র (ফাজিল) মাদরাসায় আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইনে এই অঙ্গীকার করে তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ। ক্যাম্পেইনে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, শিক্ষার্থী ফাহমিদা আক্তার প্রমুখ বক্তব্য দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদরাসার প্রভাষক শাহজাহান আলী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, প্রভাষক জিল্লুুর রহমান, কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ উপজেলা কমিটির সহসভাপতি আব্দুল আলীম, হাবিবুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, ডা. গোলাম সারোওয়ার প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থী ফাহমিদা আক্তার বলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, দৈনন্দিন জীবনযাপনে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের প্রয়োজন হয়। তাই এর বিকল্প তৈরি করতে হবে। অন্যথায় পলিথিন ব্যবহার ঠেকানো যাবে না। এটি ঠেকানো না গেলে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কারণ পলিথিন পচে না এবং মাটির উর্বরতা নষ্ট করে দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙ্গাবালী</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পটুয়াখালী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : ১৯৭০ সালের ১২ নভেম্বর ঘটে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গ্রামীণ নারী-পুরুষদের নিয়ে উঠান বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার  সাগরপারের ইউনিয়ন রাঙ্গাবালীর ১৯ নম্বর এলাকায় এ উঠান বৈঠক হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী শাখার সমন্বয়ক এম সোহেলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও জলবায়ু নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের সমন্বয়কারী মোহসীন তালুকদার। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী শাখার সাবেক দপ্তর সম্পাদক তুহিন রাজ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, সাংবাদিক জায়ান আহম্মেদ রবিন প্রমুখ।</span></span></span></span></p>