<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বিবদমান দুই পক্ষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করছে। গতকাল মঙ্গলবার এক পক্ষ সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দেওয়ার পর আজ বুধবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। গতকাল সাদপন্থীদের পক্ষে মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সায়েম বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আগামীকাল (আজ বুধবার) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হক্কানী ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাকরাইল মসজিদের ইমাম খতিব ও আয়োজক পরিষদের সমন্বয়ক মুফতি আজিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৭-৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষের মধ্যে বৈঠকের কথা থাকলেও আলমি শুরার প্রতিনিধিরা (জুবায়েরপন্থীরা) এতে অংশগ্রহণ করেননি। তবে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা করবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে আলমি শুরার পন্থীরা ৫ নভেম্বর সারা দেশের মাদরাসার ছাত্রদের নিয়ে ঢাকায় সমাবেশ করে সাদপন্থীদের সব কাজ নিষিদ্ধ ঘোষণা করেছেন।</span></span></span></span></p>