<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১১ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮০০ জন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, যা এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল পর্যন্ত ডেঙ্গুতে এ বছর প্রাণ গেছে মোট ৩৬৭ জনের। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। বছরের হিসাবে ২০২৩ সালে এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।</span></span></span></span></span></p>