<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাণিজ্যিক গ্যাসলাইন থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সোনাপুরের জুয়েলারি গল্লি এলাকায় এই ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দগ্ধরা হলেন মিজান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, জাহাঙ্গীর আলম, রিপন, সুলতান, শাহজালাল, মো. জয় ও রাজু।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় বাণিজ্যিক গ্যাসলাইন থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ নেওয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে শ্রমিকরা দগ্ধ হন। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাঁচপুর এলাকার হানিফ মিয়া বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, যাঁরা কাজ করেছেন, তাঁরা তিতাস কর্তৃপক্ষের যোগসাজশে এই কাজ করেছেন। স্থানীয় বাসিন্দা জামাল, সুমন ও শিপন অভিযোগ করে বলেন, সাবেক মেম্বার শাহআলম ও নুরুজ্জামানের নেতৃত্বে আ. রউফ, সেলিম, ফজলু মিয়া, মাসুম, মঈনুল, কিসমত, ইকবাল, মালেক ও তিতাস সোনারগাঁও অঞ্চলের অফিস সহকারী প্রদীপ বাবুসহ স্থানীয় একটি চক্র এই অবৈধ গ্যাস সংযোগ কাজে জড়িত রয়েছে। প্রতিটি আবাসিক লাইনের জন্য পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা নিয়েছে চক্রটি।</span></span></span></span></p>