<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর মৌজার ভূমি অবমুক্ত করা এবং আওয়ামী লীগ সরকারের মেয়াদে ভূমি মন্ত্রণালয়ের জারি করা অবৈধ পরিপত্র অবিলম্বে প্রত্যাহার করে পুনরায় খাজনা আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরনো ঢাকা নাগরিক কমিটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পুরনো ঢাকা নাগরিক কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুর রহমান বকুল। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মজিবুর রহমান খান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, সাংবাদিক মোহাম্মদ মহসীন ও রেজাউল করিম বাবু।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিখিত বক্তব্যে বলা হয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, পুরান ঢাকার সূত্রাপুর, গেণ্ডারিয়া, ওয়ারী, শ্যামপুর, কোতোয়ালি ও এর আশপাশের এলাকায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। এই বাসিন্দারা ভূমির খাজনা যুগ যুগ ধরে পরিশোধ করে আসছে। কিন্তু ২০১১ সালে ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-৮ এক পরিপত্র জারি করে সূত্রাপুর মৌজার খাজনা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ভূমি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী হীন উদ্দেশ্যে সূত্রাপুর মৌজার জমি ও সম্পত্তি অবৈধভাবে খাসমহাল ও লিজের নামে নামজারি ও খাজনা নেওয়া বন্ধ করে রাখেন। ফলে এ এলাকার মানুষ বাড়ি, জমি ও পৈতৃক সম্পত্তি নামজারি করাতে পারছে না, খাজনাও জমা নিচ্ছে না।</span></span></span></span></p> <p> </p>