<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কেউ মজুরি বোর্ড বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালিকপক্ষের সমস্যা পেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা জানান তিনি। শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের কষ্ট অনুভব করছি। আপনাদের ন্যায্য পাওনা আপনারা অবশ্যই পাবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিকদের বকেয়া বেতন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-ভাতা মালিকপক্ষকে সঠিকভাবে পরিশোধের আহবান জানিয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিক ভাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-বোনদের বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে আপনাদের ফ্যাক্টরি চলে।</span></span></span></span></p>