<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক হাজার ২২১ জন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রোগীদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ৭৬ হাজার ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময় আক্রান্তদের মধ্যে মারা গেছে ৩৭২ জন। দেশের ইতিহাসে আক্রান্তের এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ আর মৃত্যুর এ সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।</span></span></span></span></span></p> <p><img alt="আক্রান্ত " height="260" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-2-2024-11-06-51a.jpg" style="float:left" width="300" /></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছর ভর্তি রোগীদের ৪৪ হাজার ৯৭৯ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৪২ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মারা গেছে একজন করে। এই সময় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৩৮৪ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ৩২৪, খুলনা বিভাগে ১৬০, চট্টগ্রাম বিভাগে ১২৩, বরিশাল বিভাগে ৯৫, রাজশাহী বিভাগে ৬৬, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ২৮ ও সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। মোট আক্রান্তের ৪২.৩৮ শতাংশ এবং মৃত্যুর ২৪ শতাংশ এই বয়সের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭১ হাজার ৫৫৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ২৩৮ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৫৭ জন।  এর আগে বছরওয়ারি হিসাবে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি ৬২ হাজার ৩৮২ জন ও মৃত্যু ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং এদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>