<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কারণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ফ্যাসিবাদের প্রধান হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে; এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এ নিয়ে সবাই সতর্ক না থাকলে পরে বড় বিপদ হতে পারে। বাংলাদেশের যে অর্জন তা কিছু ব্যক্তি নস্যাৎ করার চেষ্টা করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মির্জা ফখরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই। উপদেষ্টা নিয়োগের বিষয়টি সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তাঁর কাজের সুবিধার জন্য যাঁকে প্রয়োজন তাঁকে নেবেন। তবে উপদেষ্টারা যেন বিতর্কিত না হন, সে বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা রাখা উচিত। এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>