<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৫৫২ জন প্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের ওয়েবসাইট .িনঢ়ংপ.মড়া.নফ-এ ফল পাওয়া যাচ্ছে। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৯ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। </span></span></span></span></span></p>