<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়কপথে গতকাল বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউসে পৌঁছান তিনি। পরে পুলিশ লাইনসে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময়সভায় অংশ নেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মতবিনিময়সভায় বলেছেন, বর্তমান সময়ে অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। এ ক্ষেত্রে আপনাদের সজাগ হতে হবে। আমি বাহিনীপ্রধানদেরও বলেছি, যাঁরা এ ধরনের মামলা করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামি করত, এখন পুলিশ সে রকম কেস দেয় না, এখন দেয় সাধারণ মানুষ।</span></span></span></span></p> <p> </p>