<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর শুরু হবে, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এবার আগের চেয়ে ফি বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতিবছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এবার বিজ্ঞান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দুই হাজার ২৪০ টাকা।</span></span></span></span></p> <p> </p>