<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানাটির মালিক আগামী ২৫ নভেম্বর বকেয়া পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার উপজেলার আবদার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত অক্টোবর ও চলতি নভেম্বর মাসের বেতন ও হাজিরা বোনাস পরিশোধ করা হয়নি। দুই দিন ধরে তাঁরা গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু গতকাল সকাল ৮টায় কারখানায় গিয়ে প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান তাঁরা। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানার শ্রমিক মশিউর রহমান, সমিউর রহমান ও নাজমিন আক্তার জানান, কারখানার তিন শতাধিক শ্রমিক প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা পাশে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ সেখানে পৌঁছে আন্দোলনরত শ্রমিকসহ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে মালিকপক্ষ আগামী ২৫ নভেম্বর বকেয়া পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>