<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনায় পাকস্থলীতে বহন করা আটটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আব্দুল আওয়াল (৩৬) কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। গত বুধবার রাতে নগরীর সাচিবুনিয়া থেকে তাঁ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কে আটক করা হয়। লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে একটি স্বর্ণের চালান খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাওয়ার খবরে লবণচরা থানা পুলিশ সাচিবুনিয়া মোড়ে তল্লাশি চৌকি স্থাপন করে। সেখানে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে যাত্রী আব্দুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর শরীরে তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পরে তাঁকে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করলে পাকস্থলীতে  স্বর্ণের বার<br /> ধরা পড়ে।</span></span></span></span></p>