<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল হিসেবে স্বীকৃত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অরবিস ফ্লাইং আই হসপিটাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এখন বন্দরনগরী চট্টগ্রামে। এমডি-১০ উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত এই চক্ষু হাসপাতাল গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অরবিস ফ্লাইং আই হসপিটাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ১১তম বারের মতো বাংলাদেশে এলো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল চক্ষু রোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে বাংলাদেশে এসেছে। স্থানীয় চক্ষু চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে, যা দেশের জনগণের জন্য উন্নত চক্ষুসেবা প্রদান ও চক্ষুবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এবং চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের অধ্যাপক ডা. মুনিরুজ্জামান ওসমানী ক্রুদের বিমানবন্দরে স্বাগত জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, এটি বাংলাদেশে ১১তম ফ্লাইং আই হসপিটাল ট্রেনিং প্রগ্রাম। বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতালের প্রথম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল  ১৯৮৫ সালে এবং সর্বশেষ ২০১৭ সালে। এবারের প্রশিক্ষণ চলাকালে অরবিসের ক্লিনিক্যাল স্টাফ এবং স্বেচ্ছাসেবক ফ্যাকাল্টিরা ১৮ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের চক্ষু চিকিৎসক ও চক্ষু খাতের অন্যান্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার এবং রোগীদের যত্নবিষয়ক প্রশিক্ষণ দেবেন। ওই সময় সিমুলেশন প্রশিক্ষণ এবং চক্ষুসংক্রান্ত কর্মশালাও অনুষ্ঠিত হবে। অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যেটি বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে দৃষ্টি-সুরক্ষা কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে অরবিসের এবারের প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য চোখের যত্নের মান বাড়াতে স্থানীয় চক্ষুসেবা পেশাজীবীদের দক্ষতা গড়ে তোলা এবং চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অরবিস ফ্লাইং আই হসপিটালের বাংলাদেশে আগমন উপলক্ষে আগামী রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম চক্ষ হাসপাতালের ইমরান সেমিনার হলে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের থাকার কথা রয়েছে।</span></span></span></span></p>