<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবিকা। এই ক্ষতি থেকে রক্ষা পেতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়া জরুরি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শুক্রবার জলবায়ু ন্যায্যতার দাবিতে বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ এ বাইসাইকেল শোভযাত্রা আয়োজন করে। সভাপতিত্ব করেছেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ জহিরুল হক। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল মূল বক্তব্য উপস্থাপন করেছেন।</span></span></span></span></p>