<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশি এক যুবকের মরদেহ হন্তান্তর করেছে বিএসএফ। নিহত এরশাদুল হক কুড়িগ্রামের উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে প্রায় ৪০ দিন আগে এরশাদুল নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে কুড়িগ্রামের উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যান এরশাদুল। সেখানে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা  এরশাদুলের বলে শনাক্ত করেন। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে গতকাল মরদেহ হস্তান্তর করা হয়।</span></span></span></span></p>