<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর সূত্রাপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট গৌতম চন্দ্র ঘোষের বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোররা বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ এবং আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার সূত্রাপুর থানায় এই ঘটনায় অভিযোগ দিয়েছেন গৌতম চন্দ্র ঘোষ। এর আগে গত বৃহস্পতিবার সূত্রাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের রূপলাল দাস লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৌতম চন্দ্র ঘোষ অভিযোগে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার বিকেলে রূপলাল দাস লেনের ভাড়া বাসায় তালা দিয়ে আমরা সবাই পারিবারিক কারণে মুন্সীগঞ্জ যাই। গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জ থেকে ফিরে রাতে আমার ফ্ল্যাটের মূল দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করি। কিন্তু তিন কক্ষের ফ্ল্যাটের মধ্যে দুটি কক্ষের দরজা খুলতে পারলেও আরেকটি কক্ষের দরজার তালা ভেতর থেকে লক থাকার কারণে একাধিকবার চেষ্টা করেও সেখানে ঢুকতে পারিনি। পরে আমার পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের মাধ্যমে জানতে পারি যে আমার ওই কক্ষের জানালার গ্রিল কাটা। এরপর কাটা গ্রিল দিয়ে মহল্লার আমার পরিচিত এক লোকের সহযোগিতায় আমার ওই কক্ষের দরজাটি খুলতে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই কক্ষে প্রবেশ করার পর দেখতে পাই যে সেখানে থাকা স্টিলের আলমারির তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আলমারি খুলে দেখতে পাই, সেখানে থাকা আমার মায়ের দুই ভরি ওজনের এক জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের কানের টানা, এক জোড়া স্বর্ণের দুলসহ পরিবারের অন্য সদস্যদের প্রায় ২০ ভরি ওজনের স্বর্ণের বিভিন্ন গয়না এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা নেই। গত বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার রাত ১০টার যেকোনো সময়ের মধ্যে কে বা কারা আমার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ঘটনায় পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন সাংবাদিক গৌতম। অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রিল কেটে চুরির ঘটনার অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>