<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর এলাকার শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৭৫ সালের ৭ নভেম্বর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেসামরিক-সামরিক অভ্যুত্থান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্মরণে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিপ্লব ও সংহতি দিবস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঈন খান বলেন, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ সাহসিকতার ত্যাগ স্বীকার করেছিল, সেই গণতন্ত্র সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পুনরুদ্ধার করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি নেতা মঈন খান বলেন, বাংলাদেশে ১৮ বছর বয়সে ভোটার হওয়া তরুণরা গত ১৬ বছর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ভোটের অধিকার ফিরে পেতে দেশবাসীকে সঠিক দিকনির্দেশনা দিয়ে প্রস্তুত করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, সদস্যসচিব মোস্তফা জামান, মহিলা দলনেত্রী হেলেন জেরিন খান প্রমুখ।</span></span></span></span></p>