<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১২ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ডের সময় শেষ, এবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। গতকাল শুক্রবার ঢাকায় শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের ৯৯ দিন : জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারকে বুঝতে হবে, সরকারের কাঠামো একজনকে দিয়ে চলে না। ড. মুহাম্মদ ইউনূস একা কিছু করতে পারবেন না। প্রশাসনিক কাজে অভিজ্ঞতার অভাবে উপদেষ্টাদের অনেকেই আওয়ামী অনুগত সচিবদের পুতুল হয়ে গেছেন। তাই অনেক মন্ত্রণালয় অকার্যকর এবং গতিহীন। ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পদে আওয়ামী প্রেতাত্মাদের নিয়োগ দেওয়া শুরু করেছে। এভাবে নতুন বাংলাদেশ চলতে পারে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>