<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে সেতাবগঞ্জ চিনিকলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেতাবগঞ্জ চিনিকল একটি সম্ভাবনাময় চিনিকল জানিয়ে উপদেষ্টা বলেন, চিনিকলটি আবার চালুর চেষ্টা করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আখচাষি, সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদের নেতা ও ছাত্র-জনতা এ সময় উপস্থিত ছিলেন।</span></span></p>