<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খেলাপি ঋণের মামলায় কুষ্টিয়ার বৃহত্তম চালের মোকাম খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কুষ্টিয়া সদর মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান, আব্দুর রশিদ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণখেলাপির দায়ে আদালতে ৬৮টি মামলা রয়েছে। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে এসব মামলা করে। মামলার কারণে দুই বছরের বেশি সময় ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র মতে, আব্দুর রশিদ দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকজন নেতার সঙ্গে যোগসাজশে ইচ্ছা মতো চালের দাম বাড়িয়ে শত শত কোটি টাকা কামিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর  বিরুদ্ধে।</span></span></span></span></span></p>