<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহত করতে ব্যবহৃত অর্ধশত অবৈধ অস্ত্রের হদিস মিলছে না। আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে দেখা গেছে এসব অস্ত্র। গত ৫ আগস্ট অস্ত্রধারী ওই সব নেতাকর্মী ও সমর্থকরা আত্মগোপনে গেলেও তাদের ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার হয়নি। অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগ নেতা জহিরুল ইসলামকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিশ্চিত করেছে, রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহত করতে শুরু থেকেই মারমুখী ছিল আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। ওই সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় তাদের, বিশেষ করে ৪ ও ৫ আগস্ট আন্দোলন দমাতে পিস্তল, শটগান ও ধারালো দেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মাঠে নামে তারা। তাদের কাঁধে বিশেষ ব্যাগে এবং হাতে হাতে ধারালো অস্ত্র, ককটেল বহন করতে দেখা যায়। সর্বশেষ ৪ ও ৫ আগস্ট প্রকাশ্যে পিস্তল হাতে রাস্তায় নেমে পড়ে অনেক নেতাকর্মী। তাদের মধ্যে অন্যতম ছিল যুবলীগ নেতা জহিরুল রুবেল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্তসহ অনেক নেতাকর্মী। তারা নগরীর আলুপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগের অফিস পাহারা দেওয়ার পাশাপাশি নগর ভবনেও অস্ত্র হাতে নিয়ে পাহারা বসিয়েছিল। বোয়ালািয়া থানার দায়িত্বশীল সূত্র জানায়, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রুবেলকে গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। কিন্তু তারা অস্ত্র সম্পর্কে কোনো তথ্য দেয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর পুলিশ কমিশনার মোহাম্মাদ আবু সুফিয়ান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেশ কিছু অস্ত্র আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু সেগুলোর হদিস এখনো পাওয়া যাচ্ছে না। আমরা অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>