<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে হাজারো মানুষ শ্রদ্ধা জানায়। ব্রাহ্মণবাড়িয়ায়ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে গতকাল সকাল সাড়ে ৭টায় মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। মাজার প্রাঙ্গণে ভক্ত, অনুসারী ও মুরিদরা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্লোগান তোলেন। এ ছাড়া বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ, শোকযাত্রা, আলোচনাসভা, সেমিনার, তবারক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানীই প্রথম স্বাধীন বাংলাদেশের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মওলানা ভাসানী যথাযথভাবে মূল্যায়িত হয়নি। </span></span></span></span></span></p>