<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক পরিবর্তনের পথে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এক বাঁকে আছে বলে মনে করেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। গতকাল সোমবার ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সত্যিকারের পথ বাংলাদেশকেই খুুঁজে বের করতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকায় আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বরিস তাদিচ। তিনি বলেন, অতীতে বিওবিসি সম্মেলনগুলোতে তিনি সম্ভাবনার কথা বলেছিলেন। এবার এই দেশ বাস্তবিক কী করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্য প্রয়োজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তনসহ সারা বিশ্বে বিভিন্ন সংকট এবং এর বড় ধরনের প্রভাবগুলো তুলে ধরেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়াকে অনেকে বড় শক্তি হিসেবে মনে করে না। এটি ভুল। বিশ্বে চীনের মতো নীরবে ভারতের উত্থান হচ্ছে। চীন যে এত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে, তা ১০ বছর আগেও কল্পনা করা যায়নি। বরিস তাদিচ বলেন, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাচ্ছে। বহুপক্ষীয় সম্পর্কও খুব দ্রুত বদলাচ্ছে। বরিস তাদিচ বলেন, বঙ্গোপসাগরে খুবই স্পর্শকাতর স্থানে বাংলাদেশ অবস্থান করছে। বড় সব শক্তির দৃষ্টি এই অঞ্চল ও বাংলাদেশের দিকে আছে। </span></span></span></span></p>