<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন। এ ছাড়া গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আদালত। আপিল শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন। দুদকের মামলার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>