<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএসএইডের অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সারা দেশে চলছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমিও জিততে চাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যাম্পেইন। এর আওতায় গত সোমবার সকালে জয়পুরহাটের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে নীতি আলোচনা অনুষ্ঠিত হয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়পুরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক নীতি আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অন্যায়-অপরাধ নির্মূল করতে তরুণদের সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও খেলাধুলার সুযোগ বাড়াতে পারলে তাদের অপরাধমূলক কাজে জড়ানোর শঙ্কা কমবে বলে মনে করছেন বক্তারা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনায় চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবতে হচ্ছে। এক আলোকিত ভবিষ্যতের দিকে তরুণদের ধাবিত করতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাদের উৎসাহিত করতে হবে। এতে করে মননে ও আচরণে তারা আলোকিত মানুষ হতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত কাজ চলছে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন, তাহলে সমাজের খারাপ দিকগুলো দূর করা সম্ভব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আলোচনায় জয়পুরহাট জেলা রোভার সদস্য সীমানা আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তরুণদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। সেই সঙ্গে তাদের খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে শুদ্ধ রাখার প্রতি উৎসাহিত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন ও প্রগ্রাম অ্যাসোসিয়েট আশিক তানভির অনিক অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহেদুল ইসলাম সাজু। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে নীতি আলোচনা ছাড়াও </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেতা আসছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামের নাট্য প্রদর্শনী মঞ্চস্থ হয়। নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় ও করণীয় সম্পর্কে নানা বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া অনুষ্ঠানে কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাদের নাগরিক অধিকার বিষয়ক দাবি, মতামত, প্রত্যাশা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে তাদের সমাধান তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী রিজিয়নের সিনিয়র ম্যানেজার আসমা আকতার, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি খ ম আব্দুর রহমান রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএসএআইডির স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমিও জিততে চাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইন ঘিরে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">.িধসরড়লরঃঃবপযধর.পড়স</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ওয়েব সাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।</span></span></span></span></p> <p> </p>