<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ১৩৩তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।  এ সময় উপদেষ্টা উন্নত বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম পরিচালনায় আইএমওর অনুসৃত নীতি অনুসারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাখাওয়াত হোসেন বলেন, জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে কাজ করছে সরকার। চট্টগ্রাম বন্দরসংলগ্ন বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মোংলা সমুদ্রবন্দরকে গ্রিন পোর্টে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ীকেও গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে।</span></span></span></span></span></p>