<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিপীড়নের রাস্তা ছেড়ে সমস্যা সমাধানে ব্যাটারিচালিত যানবাহনকে বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়ন করে বিআরটিএর লাইসেন্স দেওয়ার আহবান জানিয়েছেন রিকশা-ভ্যান-ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা বলেছেন, সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন আটক করে ব্যাটারি নিলামে তোলাসহ বিগত সরকারের পেটোয়া বাহিনীর কায়দায় বর্তমান সরকারও শ্রমিকের ওপর নিপীড়ন চালাচ্ছে। যৌক্তিক সমাধানের পথে না এগিয়ে নিপীড়নের পথে হাঁটলে বিগত সরকারের পরিণতি এই সরকারকেও ভোগ করতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন নেতারা। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল হাকিম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, প্রচার-প্রকাশনা সম্পাদক সুমন মৃধা, কেন্দ্রীয় সদস্য অরুণ কুমার শীল ও মোহাম্মদ আলী, মোহাম্মদপুর থানা শাখার উপদেষ্টা মোহাম্মদ নুরুজ্জামান, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি মোহাম্মদ রিপন, শ্যামপুর থানা শাখার সভাপতি মোহাম্মদ মিজান, কামরাঙ্গীর চর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে নেতারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন দেশের সর্ববৃহৎ গণপরিবহন খাত।</span></span></span></span></span></p>