<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদক ব্যবসায়ীর অনুদানের টাকা গ্রহণ না করায় এবং খাসজমি দখলে বাধা দেওয়ায় মসজিদ কমিটির সেক্রেটারিকে অপহরণ করা হয়। পরে তাকে ফাঁসিয়ে দেওয়া হয় মাদক মামলায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে। এর প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতা গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। এ সময় বক্তব দেন আরজদ আলী মেম্বার, মনসুর আহমেদ মেম্বার, মুহিত মেম্বার, পানিউমদা বাজার কমিটির সভাপতি আবুল ফজল প্রমুখ। বক্তারা অবিলম্বে মসজিদ কমিটির সেক্রেটারি কাজল মিয়ার মুক্তি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে সোমবার দুপুরে পানিউমদা হরতকিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়ার স্ত্রী তাছলিমা খানম হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন হরতকিপাড়ায় মৃত ইসমাইল মিয়ার ছেলে উসমান গণি ও তার ছেলেরাসহ কয়েকজন মিলে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেট তাদের অপকর্ম ঢাকতে হরতকিপাড়া জামে মসজিদে অনুদান দিতে চাইলে কাজল মিয়া অবৈধ টাকা মসজিদে নেওয়া যাবে না বলে প্রত্যাখ্যান করেন। এতে উসমান গণি তার প্রতি ক্ষিপ্ত হন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>