<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাবা নূর মোহাম্মদ ছিলেন স্কুলের দপ্তরি। ছেলে কিরণ প্রথমে টঙ্গীর একটি কারখানার শ্রমিক ছিলেন। শ্রমিক থেকে টঙ্গী পৌরসভার কমিশনার। এরপর খুলে যায় ভাগ্য। হয়ে যান গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> একাধিকবারের কাউন্সিলর। টাকা ও ক্ষমতার জোরে কাউন্সিলর হয়েও একাধিকার গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণ প্রায় পুরো এক মেয়াদের মেয়রের দায়িত্ব পালন করেন। ক্ষমতা বিপুল টাকার মালিক বানিয়ে দেয় কিরণকে। দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, এমনকি নিউইয়র্ক শহরে আছে তিনটি বিলাসবহুল বাড়ি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সোমবার রাতে যশোর জেলার বেনাপোলে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন আসাদুর রহমান কিরণ। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এভং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগার এলাকার বাসিন্দা আসাদুর রহমান কিরণের বাবা মরহুমর নূর মোহাম্মদ খান ছিলেন একটি স্কুলের দপ্তরি। কিরণ ছিলেন একটি কারাখানার শ্রমিক। জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে আসাদুর রহমান খান কিরণের রাজনীতির হাতেখড়ি। ২০০০ সালে বর্তমান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান দ্বিতীয় মেয়াদে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলে কিরণ রাতারাতি আজমত উল্লাহ খানের ঘনিষ্ঠজন হয়ে যান। এরপর পর্যায়ক্রমে তিনি টঙ্গী পৌরসভার কমিশনার এবং পরবর্তী সময়ে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। কমিশনার নির্বাচিত হয়েই কিরণ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ২০১৩ সালের প্রথম নির্বাচনে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে আসাদুর রহমান কিরণ বিপুল অঙ্কের টাকার বিনিময়ে প্যানেল মেয়র হয়ে ভারপ্রাপ্ত মেয়র হন। ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হয়ে ২৭ মাসেই আসাদুর রহমান কিরণ সম্পদের পাহাড় গড়ে তোলেন। গাজীপুরের টঙ্গীতে তিনটি এবং ভালুকায় ২০০ বিঘা জমিতে একটি শিল্প-কারখানা গড়ে তোলেন। টঙ্গী ও উত্তরায় বহুতল বাড়ি করে অসংখ্য জমি, ফ্লাটে বিনিয়োগ করেন। তার দায়িত্বকালে সিটি করপোরেশনের বিভিন্ন শিল্প-কারখানার হোল্ডিং ট্যাক্স জালিয়াতি করে কমিয়ে এবং ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাণিজ্য করে কয়েক শ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। কিরণ ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে তিনটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক বলে জানা গেছে। ২০২১ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির দায়ে সিটি মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত হলে কিরণ আবারও বিপুল অঙ্কের টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন বলেও জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কিরণের দুর্নীতির মধ্যে উত্তরার ১১ নম্বর সেক্টরে ৭ নম্বর রোডে ১০ নম্বর বাড়ি (সাততলা আলিশান ভবন, বর্তমান মূল্য ১৫ কোটি টাকা), উত্তরার ৭ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডে ৯৫ নম্বর ১২ তলা ভবন (আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা)। রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজিস্ট্রিক ফেইস ৮ নম্বর বিল্ডিংয়ে দুটি লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম ফ্ল্যাট, যার মূল্য ১৬.৬০ কোটি টাকা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় নিজের এবং স্ত্রীর নামে ২০০ বিঘা জমির ওপর ফ্যাক্টরি, যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা। রাজধানীর গুলশান-২ ৭৯ নম্বর রোডে দুই হাজার ৫০০ বর্গফুটের আলিশান ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। গাজীপুর সিটি করপোরেশনের অধীন টঙ্গী জোনে রয়েছে তিনটি ফ্যাক্টরি, যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা। টঙ্গীর পাগার, আশুলিয়া ও গাজীপুরে নিজ নামে, স্ত্রীর নামে, শ্যালক ও শ্যালিকার নামে ১১২ বিঘা জমি রয়েছে। টঙ্গীর পাগারে সংখ্যালঘুদের জমি ও মরকুন কবরস্থান দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রথম মেয়াদে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুর্নীতি করে পাচার করা টাকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কিনেছেন তিনটি বাড়ি (মূল্য ৪০০ কোটি টাকা)। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কিরণের ফাঁসির দাবি : </span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে বিজিবির হাতে আটক আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে তার নিজ এলাকা টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল বুধবার টঙ্গীতে এই মিছিল হয়।</span></span></span></span></span></p> <p> </p>