<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে গতকাল বুধবার ডেঙ্গু প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক গণসংযোগ করা হয়েছে। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় পলিথিন ব্যবহার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="গণসংযোগ" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />নোয়াখালী : শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল দুপুরে শুভসংঘ জেলা শাখা এই আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজন শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুভসংঘের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেলের পরিচালনায়  এতে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতাই যথেষ্ট। সবাইকে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং নিয়মিত ওষুধ খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস ও  সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ ইয়াছিন আরাফাত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে আরো উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন, নিউজটোয়েন্টিফোর নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক লিটন চন্দ্র দাস, সোহেল বাদশা, ইমাম উদ্দিন সুমন, আব্দুল বারী বাবলু, হানিফ মাহমুদ, আরিফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্কুল ও বাড়ির আঙিনা পরিষ্কার, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সেবা, ডেঙ্গু থেকে বাঁচার উপায়, চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলাপাড়া</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পটুয়াখালী) : জমির উর্বরতা বাড়ানো এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুভসংঘ কলাপাড়া শাখার উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান শিক্ষক আবদুল হাফিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলিথিন ও প্লাস্টিক আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে আমাদের এখনই পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প তৈরি করতে হবে। সে ক্ষেত্রে পাটজাত পণ্য আমাদের জন্য হতে পারে আশীর্বাদ। পাটজাত পণ্য রপ্তানি করেও বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এতে আরো বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক মো. ইব্রাহীম খান, কলাপাড়া শুভসংঘের উপদেষ্টা জসীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক তানজিল জামান জয়, সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী  মো. জানিবুল হক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভা শেষে বিদ্যালয় চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা পলিথিন কুড়িয়ে, সেগুলো পুড়িয়ে দেন। এ সময় পলিথিনের ব্যবহার না করে বিকল্প চিন্তা কাজে লাগানোর অঙ্গীকার করা হয়। বাড়ির আঙিনা, বিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পলিথিন না ফেলা এবং পলিথিন কুড়িয়ে পুড়িয়ে ফেলার মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনের শপথ নেওয়া হয়।</span></span></span></span></p>