<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গণমাধ্যম সংস্কার কমিশনে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে সংগঠন দুটির যৌথ সভায় এই দাবি জানানো হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স গণমাধ্যমের দুটি মূল স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও গত ১৮ নভেম্বর গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনে সংগঠন দুটির কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ সংবাদপত্রশিল্পে সাংবাদিকদের পাশাপাশি কর্মচারী ফেডারেশন ও প্রেস শ্রমিক ফেডারেশন ওয়েজ বোর্ড ও মনিটরিং কমিটিসহ সব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করে আসছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সংবাদপত্রের স্টেকহোল্ডার হিসেবে সাংবাদিকদের পাশাপাশি প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত হওয়ার কথা। তা সত্ত্বেও অজ্ঞাত কারণে প্রেস শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশনের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি।</span></span></span></span></span></p>