<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে ১৬ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়। গতকাল ভারতীয় ওই জেলেদের বাগেরহাটের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনায় বলে পুলিশ জানিয়েছে। মোংলা থানার ওসি জানান, মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বঙ্গোপসাগরে নিয়মিত টহল দেওয়ার সময় গত বুধবার মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করেন। জব্দ করা ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। পরে ওই মাছ নিলামে এক লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওসি মো. আনিসুর রহমান আরো জানান, আটক ভারতীয় ১৬ জেলের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ এবং মাছ ধরার অপরাধে সমুদ্র মৎস্য আইন ২০২০ সালের ২৫-এর ১ ধারায় মামলা করা হয়েছে।</span></span></span></span></p>