<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরাধ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করেছেন বলে মনে করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামী দিনে এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনীয় সুপারিশ করবে সংস্কার কমিশন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদপত্র সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, কমিশনের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ সময় সম্পাদকদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব তুলে ধরা হয়। নির্বাচনী অপরাধের বিচার, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন, প্রবাসীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টিসহ বেশ কিছু পরামর্শ দেন তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সম্পাদক কবি হাসান হাফিজ, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান, দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তজা, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, আশরাফ কায়সার ও আবুল কালাম আজাদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক শেষে সাংবাদিকদের বদিউল আলম মজুমদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে সাবেক তিন সিইসির নির্বাচনী অপরাধ নিয়ে আলোচনা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হলেও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গত তিনটি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচনী অপরাধ বন্ধে প্রয়োজনীয় সুপারিশ করা হবে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে আশা করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বদিউল আলম মজুমদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে সম্পাদকরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ভোটার তালিকা, নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা পালনসহ বিভিন্ন বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছেন। আমরা যে বিষয়গুলোর কথা ভাবছিলাম, ওনারা সেগুলোর ওপর জোর দিয়েছেন। আমার মনে হয়, আমরা সঠিক পথেই আছি। ওনারা কমিশনের রিপোর্টটি প্রকাশ করার কথাও বলেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>