<p>ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবা থেকে বঞ্চিত না হন। সেটা নিশ্চিত করতে হবে। থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে  ডিএমপি কমিশনার এ কথা বলেন।</p> <p>সাজ্জাত আলী ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নবনিযুক্ত পুলিশ কমিশনারের সভাপতিত্বে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। মতবিনিময়সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার বলেন, ‘থানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবাবঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে। নগরবাসী যাতে সহজে, নির্ভয়ে থানায় যেতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’</p>