<p>সড়ক পরিবহন, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘রেলওয়ের অপচয় বন্ধ করতে হবে, অতিরিক্ত রেলপথের আমাদের দরকার নেই। যেখানে রেলপথের প্রয়োজন হবে, সেখানে অবশ্যই করতে হবে। যেখানে সড়কপথের উন্নয়ন প্রয়োজন হবে, সেখানে তা করা হবে। ব্যক্তিবিশেষের জন্য কোথাও কোনো রেলস্টেশন করা হবে না। এ ছাড়া যেখানে নৌপথ সচল রাখা দরকার, সেখানে তাই করা হবে।’</p> <p>গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, গোপালগঞ্জে কোনো রেলপথের দরকার ছিল না। ব্যক্তিবিশেষের ইচ্ছায় সেখানকার রেলপথ তৈরি করা হয়েছে। এখন সেখানে যাত্রী নেই, ট্রেনও নেই।</p> <p>উপদেষ্টা কারখানা পরিদর্শনের পর সেখানে কনফারেন্স রুমে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এরপর কারখানার শ্রমিকদের সঙ্গে বৈঠকে তাঁদের সমস্যার কথা শোনেন।</p> <p>একই দিন নীলফামারীতে আরইবি ও পল্লী বিদুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় উপদেষ্টা ফাওজুল কবির বিদ্যুতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ‘রিনিউয়েবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করব। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা নায়, সমস্যাটা হচ্ছে জ্বালানির। আমাদের গ্যাস নেই, ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি। এ জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রিনিউয়েবল এনার্জির ব্যবহার বাড়ানোর।’</p> <p> </p> <p> </p>